
আমাদের সম্পর্কে
১৯৭২ ব্যাচের এলামনাইদের উদ্যোগে ২০১৭ সালে "পাবনা জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি" নামে যাত্রা শুরু করে পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন।
পাবনা শহরের স্কুল পর্যায়ে এটি ছিল প্রথম দিকের এলামনাই সংগঠনগুলোর একটি। প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যেই সংগঠনটি ঐতিহ্যবাহী পাবনা জিলা স্কুলের ইতিহাসে প্রথম বৃহৎ পুনর্মিলনী আয়োজন করে, যা পুরো শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল।
পরবর্তীতে বৈশ্বিক মহামারি ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের সম্মিলিত ইফতার মাহফিলে সংগঠনটি পুনরায় আলোচনায় ফিরে আসে এবং এলামনাইদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়! Read More >
উৎসব আয়োজন
আমাদের কমিউনিটির খবর ও আপডেটসমূহ

ইফতার মাহফিল – ২০২৫
প্রাক্তনদের মিলনমেলা, আধ্যাত্মিকতা ও ভ্রাতৃত্বের অন্যতম আয়োজন।

ইফতার মাহফিল – ২০২৫
প্রাক্তনদের মিলনমেলা, আধ্যাত্মিকতা ও ভ্রাতৃত্বের অন্যতম আয়োজন।

ইফতার মাহফিল – ২০২৫
প্রাক্তনদের মিলনমেলা, আধ্যাত্মিকতা ও ভ্রাতৃত্বের অন্যতম আয়োজন।

মোহাম্মদ হাবীব রশীদ এটম (১৯৮৫)
আহ্বায়ক, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন
ইমেইল: habib31e50@gmail.com
আহ্বায়কের কথা
পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন" শুধুই একটি সংগঠন নয় - এটি আমাদের শিকড়ের প্রতি সম্মান, স্মৃতির প্রতি দায়বদ্ধতা, এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের আরেক নাম। এই প্রতিষ্ঠান আমাদের যে শৃঙ্খলা, মূল্যবোধ ও বন্ধুত্বের শিক্ষা দিয়েছে, তার আলোতেই আমরা আজ একত্রিত হয়েছি, একটি শক্তিশালী ও স্থায়ী এলামনাই নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে।
আমাদের উদ্দেশ্য পরিষ্কার - পাবনা জিলা স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে থাকবে যোগাযোগ, সম্প্রীতি, সহযোগিতা এবং উন্নয়নের অঙ্গীকার। এই ওয়েবসাইট সেই অঙ্গীকারেরই বাস্তবায়ন - যেখানে সদস্য নিবন্ধন, নোটিশ, ইভেন্ট, ডাইরেক্টরি, গ্যালারি, প্রতিবেদনসহ সংগঠনের প্রতিটি কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি, আমাদের ঐক্যই এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক ব্যাচ, প্রত্যেক সদস্য যদি নিজের অবস্থান থেকে একটু করে সহযোগিতা করেন, তাহলে আমরা একসাথে পাবনা জিলা স্কুলের গৌরবকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারব।
আমি সকল এলামনাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই - এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা ও উপস্থিতিই আমাদের পথচলার অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি, যেটি শুধু স্মৃতিই নয়, ভবিষ্যতের জন্যও এক উজ্জ্বল অবদান হয়ে থাকবে।
ধন্যবাদ।
সংবাদ ও বিজ্ঞপ্তি
আমাদের কমিউনিটির খবর ও আপডেটসমূহ

জরুরি
জরুরী রক্তের প্রয়োজন
০+ রক্তের প্রয়োজন
০+ রক্তের প্রয়োজন
গর্বিত এলামনাই
আমাদের গর্বিত এলামনাইদের সাথে পরিচিত হন
গ্যালারি


